“اللهم حاسبني حسابا يسيرا” হে মালিক! আমার হিসাবকে সহজ করে নিয়েন। কলেজে থাকতে এক বন্ধুর কাছ থেকে ১০ টাকা নিয়েছিলেন। পরে আর শোধ করেননি, সে বন্ধুও ক্ষমা করেনি। আজ একযুগ পেরিয়ে গেলো।কারও কিছু মনেই নেই। কিন্তু একদিন সে আপনার সামনে ক্ষমাহীন দাবী নিয়ে আসবে। আপনি বড্ড রকমের অবাক হয়ে যাবেন। দশজনে মিলে টাকা তুলে পার্টি দিলেন। আপনি ক্যাশিয়ার। খরচাদি শেষে দু’টাকা রয়ে গেল পকেটে। তখনই […]






