আজ পৃথিবীর এত উন্নতি, পৃথিবীর এত সৌন্দর্য – সব কিছুর পিছনে সর্বোত্তম সূত্র হচ্ছে নারী। আর এই নারীরা যদি না থাকতো পৃথিবী হয়তো সুন্দর এবং উন্নত হতো না, হতো না বড় বড় জ্ঞানী গুণী মনীষীদের জন্ম।
যে ১০ কারণে নারী হিসেবে জন্মগ্রহণ করায় গর্ববোধ করতে পারেন!
১. সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী একজন নারী। (খদিজা রা.)
২. ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন নারী। (সুমাইয়া রা.)
৩. মেয়েদের সাথে সদাচারণের জন্য আল্লাহ এবং রাসুলের ওসিয়ত অর্থাৎ আল্লাহ ও তার রসুল পুরুষদের নির্দেশ দিয়েছে যেন তারা তাদের স্ত্রীদের সাথে সদাচরণ করে।
৪. পুরুষের সনদপত্র দেওয়ার অধিকার স্ত্রীদের হাতে।
৫. কুরআনে নারীদের জন্য একটি সূরা নির্ধারিত আছে।
৬. তাদের জন্য জান্নাত সহজ। ঝামেলা মুক্ত জান্নাত।
৭. মায়ের মর্যাদা বাবার উপড়ে দেওয়া হয়েছে।
৮. নারীর জিহাদ হলো হজ্জ করা, সন্তান জন্মদানের সময় মারা গেলেও সে শহীদ।
৯. কন্যা সন্তানের মা/বাবা হওয়া জান্নাতের গ্যারান্টি।
১০ মেয়ে বা বোনদের সাথে সদাচারণ করা পুরুষের নবীর সাথে জান্নাত হবে।
Related Images:
