▪️ ফোনের সুস্থ হার্ট সুন্দর হবে আমাদের অনলাইন কাজ!!🙂
শুনে অবাক হবেন, মানুষের মতো ফোনেও হার্ট আছে এবং এটাও রোগে আক্রান্ত হয়। ফোনের হার্ট বলতে ব্যাটারির কথা বলছি। ব্যাটারি চার্জ কম হলে বা ৫০% হলেই আমাদের মাথা কাজ করে না,আবার কখন কখন আমরা ফোনের চার্জ শেষ করি না। এতে ফোনের ব্যাটারি অনেক ক্ষতি হয়। ধীরে ধীরে ফোনের ব্যাটারি নষ্ট হতে থাকে।
অর্থটা এমন, আপনি কখনোই ভরা পেটে খাবার খাবেন না কারণ ভরা পেটে খাবার খেলে বদ হজম, শরীরে খারাপ, অন্ত্রে প্রবাহ সৃষ্টি হতে পারে।। ঠিক তেমনি ফোনের ব্যাটারি এর ও এমন হয়।যার আয়ু গড়ে দেড় থেকে দুই বছর সেখানে তার আয়ু এক বছরের ও কম হয়ে আসবে।
এক্ষেত্রে করনীয় কী?🤔
১) ফোনের ব্যাটারি চার্জ বেশির ভাগ ২০% এর নিচে নিয়ে আসবেন। মাঝে মাঝে ১% বা ৫% করে ফেলবেন।
২) ফোনের চার্জ দেওয়ার সময় Data/WiFi সংযোগ অফ করে রাখবেন।
৩) খুব প্রয়োজন না হলে ৫০% এর ওপর ফোন চার্জ দিবেন না।
৪) ১০০% চার্জ সবসময় করবেন না ২% বা ৩% বাকি থাকতে চার্জার খুলে রাখবেন। এতে আপনার ফোনের ব্যাটারি লং লাস্টিং করবে।
সর্বপরি, ফোনের হার্ট / ব্যাটারির প্রতি যত্নবান হোন ফলে ফোন সুস্থ থাকবে।এতে আপনার সুবিধা ও উপকারীতা দুইটাই হবে।
ফোনের সুস্থ হার্ট সুন্দর হবে আমাদের অনলাইন কাজ!!🙂