ফেব্রুয়ারী ৯, ২০২২
বরাবর
মাননীয় অধ্যক্ষ
পাইও ডেন্টাল কলেজ।
ঢাকা।
বিষয়: ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি নাহার হাওলাদার আপনার কলেজের প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী, ব্যাচ-২৬, রোল-১৯৫২। প্রসাশনিক জটিলতার কারণে আমার ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষার ফর্ম পূরণ না হওয়ায় আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিনা যা আমার নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা।
অতএব জনাবার নিকট আমার বিনীত নিবেদন এই যে, যেহেতু প্রসাশনিক জটিলতার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং সুরাহা সময় সাপেক্ষ সেহেতু যদি কর্তৃপক্ষ জটিলতার বিষয়টি মঞ্জুর না করেন তবে আমার এই পরীক্ষা বাতিল বলে গণ্য হওয়ার শর্তে, আপনি আমাকে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে আমার নিরবিছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদিকা,
আপনার নিয়মিত ছাত্রী
ব্যাচ : ২৬
রোল : ১৯৫২