- প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ ১১৪ টি। - প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা। - প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা। - প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার। - প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২ নং আয়াত। - প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী। - প্রঃ ফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে,মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাঁধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে,কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশেরর সমান?
উঃ সূরা ইখলাস। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে,মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। - প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর। - প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ’লা ও গাশিয়া। - প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে। - প্রঃ “মুহাম্মদ ” সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। - প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। - প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা’আলা বলেন: ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً
ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ
ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ
ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ
.
ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রাঃ) থেকে বণর্না করেন যে,এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম (সাঃ) নয় দিন জীবিত ছিলেন।[আল ইতক্বান ফি উলূমিল কুরআন!] - প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্নারূপে নাযিল হয়?
উঃ সূরা ফাতিহা। - প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে কিরামের স্নৃতিতে,লিখিত অবস্থায় চামড়ায়,হাড়ে,পাতায় ও পাথরে! - প্রঃ সর্বপ্রথম কে পবিত্র কুরআন একত্রিত করেন?
উঃ আবু বকর রাঃ। - প্রঃ কোন সাহাবীকে কুরাআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়ে ছিল?
উঃ যায়েদ বিন ছাবেত রাঃ কে। - প্রঃ কার পরামর্শে এই কুরাআন একত্রিত করনের কাজ শুরু হয়?
উঃ ওমর বিন খাত্তাব রাঃ। - প্রঃ রাসূল সাঃ এর ওহী লেখক কে কে ছিলেন?
উঃ হযরত আলী বিন আবী তালেব,মু’আবিয়া বিন আবী সুফিয়ান,যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা’ব প্রমুখ রাঃ। - প্রঃ কোন যুগে কার নির্দেশে কুরাআনের অক্ষরে নকতা দেয়া হয়?
উঃ উমাইয়া খালীফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়। - প্রঃ কুরআনের নকতা দেয়ার কাজটি কে করেন?
উঃ নসর বিন আছেম বিন ই’য়ামান রহঃ। - প্রঃ কুরআনে কে হরকত (যবর,যের,পেশ) ইত্যাদি সংযোজন করেন?
উঃ খলীল বিন আহমদ আল ফারাহীদি রহঃ। - প্রঃ পবিত্র কুরআনে কতবার “দুনিয়া” শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার। - প্রঃ পবিত্র কুরআনে কতবার “আখরাত” শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার। - প্রঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?
উঃ ৩২৩৬৭১টি। - প্রঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?
উঃ ৭৭৪৩৯ টি। - প্রঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
উঃ ৬৬৬৬ টি। - প্রঃ কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষের রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?
উঃ সূরা বাকারার শেষের আয়াত দু’টি। (২৮৫ ও ২৮৬ নংআয়াত) - প্রঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে?
উঃ ১৪ টি সিজদা। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?
উঃ সূরা হজ্জ্ব। - প্রঃ পবিত্র কুরআনে কতবার “রহমান” শব্দটি উল্লেখ হয়েছে?
উঃ ৫৭ বার। - প্রঃ পবিত্র কুরআনে কতবার “জান্নাত” শব্দটি এসেছে?
উঃ ১৩৯ বার। (এক বচন,দ্বিবচন,বহুবচন শব্দে!) - প্রঃ পবিত্র কুরআনে কতবার “জাহান্নাম” শব্দটি এসেছে?
উঃ ৭৭ বার। - প্রঃ পবিত্র কুরআনে কতবার “আগুন” শব্দটি এসেছে?
উঃ ১২৬ বার। - প্রঃ পবিত্র কুরআনে কতবার: ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻠﻪ ﺭﺏ
ﺍﻟﻌﻠﻤﻴﻦ বাক্যটি এসেছে?
উঃ ৬ বার। - প্রঃ পবিত্র কুরআনে কোন আয়াতে আরবী ২৯ টি অক্ষরই রয়েছে?
উঃ সূরা ফাতাহ্। (২৯ নং আয়াত!) - প্রঃ পবিত্র কুরআনে কোন সূরায় ﻙ”” অক্ষরটি নেই?
উঃ সূরা কুরাঈশ,ফলাক ও আছর। - প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’বার ” ﺑﺴﻢ
ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ” রয়েছে?
উঃ সূরা নামল। (২৭ নং আয়াত!)
Related Images:
