হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!
এর জন্য আয়োজন করতে হয়, বিশাল আয়োজন……….
নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত
- পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন…!!!
- হারাম বর্জনের আয়োজন……
- মিথ্যা পরিহারের আয়োজন…!!!
- শয়তানকে হারানোর আয়োজন……
- প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন!!!
বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই….
তারপর নফস এবং শয়তান হেরে যাবে!!! হারবে….
- সালাতে মনোযোগ আসবে!
- হারামে জড়াতে ভয় কাজ করবে!
- মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে!
- প্রচন্ড ধৈর্য এসে যাবে……..
কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন,,,,,তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন!!!
তাই শুধু ” হেদায়েত” এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না,,,,,
চেষ্টা করতে হবে!!! প্রচুর পরিশ্রম করতে হবে….
“যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়,,,আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান””
আর একেই বলে”হেদায়েত”