বিবেক হলো ভালভাবে চিন্তা ভাবনা করে পাওয়া পাওয়া কোন সিদ্ধান্ত। আর ঐ একই সিদ্ধান্ত যদি মন থেকে আসে তবে তা হলো আবেগ। বিবেকের কাজে যুক্তি থাকে আর আবেগের কাজে যুক্তি প্রাধান্য পায় না।
একজন মানুষের মধ্যে আবেগ এবং বিবেক দুইয়ের-ই প্রয়োজন আছে। দরকার দুয়ের মধ্যে সমন্বয়। সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ আচরণ এর জন্য বিবেক অপরিহার্য। আবার কোন সম্পর্ক, ভালবাসা বা মনুষ্যত্বকে বুঝার জন্য আবেগটাও অপরিহার্য। বিবেক দিয়ে আবেগের লাগাম টানা অনেক সময় অপরিহার্য।
কিছু কাজে আবেগ থাকতেই পারে তবে বিবেককে বেশি প্রাধান্য দেয়া উচিৎ।
অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভাল-মন্দ কোনো কিছু না দেখে-শুনে, তেমন যাচাই বা খোঁজ খবর না নিয়ে তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন। কিন্তু ছেলে-মেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না। যার ফলে এসব ছেলে-মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। অনেক সময় কেউ কেউ পরকীয়ার দিকে ঝুকে পরে।
জীবনের বাকি অংশ যারা এক সাথে কাটাবে তাদের সিদ্ধান্ত বিবেক দিয়ে অনুধাবন ও যাচাই করা উচিত। আবেগের জালে ফেলে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ঠিক নয়।
বিয়ের মতো গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আবেগের নয় বিবেকের। তাই অবশ্যই পাত্র পাত্রী নির্বাচনে আবেগকে প্রাধান্য না দিয়ে, বিবেক দিয়ে নিতে হবে।
যে কোন ধরনের সিদ্ধান্তে শুধু আবেগ নয় আমাদের বিবেককেও কাজে লাগানো উচিৎ।
Related Images:
