খারাপ মানুষ চেনার উপায়
- ১/ কখনো পরাজয় স্বীকার করে না।
- ২/ যুক্তিতে হারতে চায় না।
- ৩/ অহংকার করে কথা বলে।
- ৪/ সবাইকে নিজের মতো ভাবে।
- ৫/ অন্যকে আঘাত করে কথা বলে।
- ৬/ কথায় কথায় তিরস্কার করে।
- ৭/ সত্য মিথ্যা বুঝতে চায় না।
- ৮/ অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে।
- ৯/ মানুষের দুর্বল দিকগুলোতে আঘাত করে।
- ১০/ যেকোনো প্রতিভাকে ছোট করে দেখে।
Related Images:
