নিজের ইমান যাচাই করার কিছু সুন্দর প্যারামিটার।
১| হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া
২| অন্তর কঠিন হয়ে যাওয়া
৩| ইবাদতে অলসতা করা
৪| মজবুত ভাবে ইবাদত না করা
৫| অন্তরে সংকীর্ণতা অনুভব করা
৬| কুরআনের আয়াত, আদেশ নিশেধ, আজাব-গজব, এবং কিয়ামতের বর্ণনা শুনে প্রভাবিত না হওয়া।
৭| আল্লাহর জিকির ও তার কাছে প্রর্থনার ব্যাপারে অমনোযোগী /উদাসীনতা
৮ |হারাম কাজ সংঘটিত হওয়া দেখলেও মনে রাগ সৃষ্টি না হওয়া
৯| নিজকে প্রকাশ করতে ভালো লাগা
১০| হিংসা ও কৃপণতা করা
১১ |নিজে না করে তা মানুষকে বলে বেড়ানো
১২| কোন মুসলিম এর বিপদাপদ, ব্যর্থতা বা ক্ষতি সাধনে খুশি হওয়া
১৩| কল্যনকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া
১৪| মুসলিমদের বিভিন্ন ঘটনাবলী /সমস্যাতে গুরুত্ব না দেওয়া
১৫| দুই মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করা
Related Images:
