তিনজন আছেন যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা
কিয়ামাতের দিন নজর দেবেন না।
- যে পিতামাতার অবাধ্য
- যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে
- দাইয়্যুস ব্যক্তি
[সুনান আন নাসাঈ: ২৫৬২, হাদিস সহীহ]।
“দাইয়ুস” একটা ছোট শব্দ কিন্তু পরিনতিটা এতো ভয়ংকর যে চিন্তাই করতে পারি না। অথচ খুব সহজেই একজন বাবা বা ভাই বা হাজবেন্ড দাইয়ুসে পরিনত হচ্ছে। দাইয়ুস পুরুষরা হয়তো গর্বভরে তাদেরকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পরিনতি কঠিন আজাব, দোযখের আগুনে হবে তাদের বাসস্থান।
দাইয়ুস বলা হয় ঐ ব্যক্তিকে যে নিজ কন্যা/ বোন/ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয়।
- দাইউস হলো সে ব্যক্তি যে কিনা তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করেন না এবং পরিবার পরিজন সঠিক
ভাবে না চললেও ভালো মনে করেন বা প্রতিবাদ করেন না। - যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দাইউস বলা হয়।
- দাইয়্যুস হয় পুরুষ। মহিলা নয়।
রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন : দাইউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্র রাসূল (সাঃ)! দাইউস কে?
উত্তরে রাসুলূল্লাহ (সাঃ) বললেন, ‘যে ব্যক্তি তার পরিবারে আল্লাহ্র আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোন তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে।’ অন্য বর্ণনায় এসেছে যে, ‘দাইউস হল সে, যে তার পরিবারে বেহায়পনার বাস্তবায়নে সন্তষ্ট ও পরিতুষ্ট।’ (মুসনাদে আহমদ)
সুতরাং, সকল মুসলিম ভাইয়েরা পরিবারের পর্দার ব্যাপারে সচেতন হঊন!
Related Images:

মন্তব্য করুন