★একদিন গাধা আর শিয়াল তর্ক লাগল ঘাসের রং নিয়ে।
গাধা শিয়ালকে বলল — “ঘাসের রং নীল।”
শিয়াল উত্তর দিল — “না, ঘাসের রং সবুজ।”
শিয়ালের কথা গাধা কিছুতেই মানতেছে না দেখে শিয়াল গাধাকে সাথে নিয়ে সিংহের কাছে গেল সমাধান করতে।
গাধা ডাক ছাড়তে ছাড়তে শুরু করে দিল — ” মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?”
সিংহ উত্তর দিল — ” হ্যাঁ, ঘাসের রং নীল।”
গাধা বলতে থাকল —” দেখুন শিয়াল আমার কথা মানছেই না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।”
সব শুনে সিংহ শিয়ালকে আটকে রাখলো। আর গাধা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল।
এতে শিয়াল মন খারাপ করে বলল, এটা কেমন বিচার হলো? আমি তো ভুল বলি নাই, ঘাসের রং তো সবুজই।
তখন সিংহ বলল, আমিতো একারণে তোকে আটকে রাখি নাই, তোকে আটকে রাখছি তুই কেন গাধার সাথে তর্ক করতে গেলি। তোর মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছিস এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছিস।
উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।
Related Images:

মন্তব্য করুন