নামাজে দশ ভুল। আমরা অনেকেই করে থাকি।
- কাতার সোজা না করা।
- কাতারের মাঝে ফাঁক রাখা।
- সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো।
- দৌড়ে এসে নামাজে দাঁড়ানো।
- রুকু ধরতে না পারলে, সেজদায় না যেয়ে দাঁড়িয়ে থাকা।
- ইমামের পূর্বে রুকু সেজদা করা।
- সেজদায় হাত বাঁকা করে অন্যকে কষ্ট দেয়া।
- ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে হবে সবাইকে সুবহানাল্লাহ বলে। আল্লাহুআকবার বলা ভুল। মহিলারা হাতের পিঠে অন্য হাত দিয়ে তালি দিবে।
- রাকাত ছুটে গেলে, শেষ রাকাতে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর আগেই দাঁড়িয়ে যাওয়া ভুল।
- দ্বিতীয় রাকাতে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) এর সময় নামাজে শরিক হলে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) সম্পূর্ণ পড়তে হবে – ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেও। তবে পড়ার গতি স্বাভাবিকের চেয়ে একটু বেশি হবে যেতে ইমাম সাহেব রুকুতে চলে না যান।
Related Images:

মন্তব্য করুন