UI হল User Interface যার মাধ্যমে ব্যবহারকারীদের কোন জিনিষের সাথে সংযোগ স্থাপন করা হয় । অর্থাৎ উদারহরন হিসেবে কোন ওয়েব সাইট বা এপ এ কার জন্য কোথায় কি কি থাকবে এবং কোন অপশনের ইন্টারফেস কেমন হবে ইত্যাদি ডিজাইন করা ।
আর UX হল User Experience । কোনো পণ্যের টার্গেট কাস্টমার কারা, তারা কেন আপনার পণ্য কিনবে আর পণ্য কেনার পর সেই পণ্যের সাথে তাদের অভিজ্ঞতা কেমন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করাই হল UX ডিজাইন।
মুলত UI ডিজাইন UX ডিজাইনের একটি অংশ ।
Related Images:

মন্তব্য করুন