- সন্তানকে ফলে ভরা গাছ দেখান, ফুলে ভরা বাগান দেখান।
- সন্তানকে জল-কাদায় খেলতে শেখান,, বর্ষার জলে ভিজতে শেখান, প্রখর গরমে রোদ্দুরের তাপে ঘামতে শেখান।
- সন্তানকে গুরুজনদের কাছে পাঠান, তাদের সঙ্গে খেলতে, হাসি-ঠাট্টা-ইয়ার্কি করতে শেখান। তাদের কাছে গল্প শুনতে পাঠান।
- বড়দের সঙ্গে নম্র ব্যাবহার করতে শেখান, ঘরের খুঁটিনাটি কাজকর্ম করতে শেখান, পিতা-মাতাকে সাহায্য করতে শেখান।
- …………
এসব বাদ দিয়ে নিজের সন্তানকে মানুষ করতে চাইছেন??
মনে রাখবেন আপনার সন্তান যন্ত্র তৈরী হবে, ATM মেশিনের মতো কোনো এক যন্ত্র। কিন্তু মানুষ হতে পারবে না!! আগে সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলুন।
নিজের সন্তানের মধ্যে নিজের হারিয়ে যাওয়া শৈশব খুঁজে দেখার চেষ্টা করুন। ফিরিয়ে দিন নিজের শৈশবের সেই সোনালী দিনগুলো নিজের সন্তানকে। সন্তান মানুষ হলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে।
নিজের আশপাশে হাজারো শৈশব বাঁচিয়ে রাখুন। জীবনের ইঁদুরদৌড়ের কারনে সন্তানের শৈশব কেড়ে নেবেন না।
Related Images:

মন্তব্য করুন