“আমাদের ফ্যামিলিতে আম্মাকে দেখেছি আব্বাকে সারাজীবন আমাদের সামনে ছোট করে কথা বলেছে, মন থেকে সম্মান করেনি। আমিও বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে বাড়াবাড়ি করেছি। ভাবতাম আমি এইরকম করতেছি আর আমার হাজবেন্ড টলারেট করতেছে, মানে আমি অনেক স্পেশাল।”
মেয়েরা ভালোবাসা পাওয়ার জন্য এরকম রাগ, অভিমান ও গ্যাঞ্জাম করে। তবে তা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়।
রাগ শরীরের একটি অনুভূতির নাম মাত্র। রাগ হয়তো সবার সাথে সবকিছুতেই করা যায়। কিন্তু অভিমান… সবার সঙ্গে করা যায় না। অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের প্রবনতা। অভিমানে শাসন থাকে, আর রাগে জিঘাংষা থাকে। অভিমানে নিরবতা ও কষ্টানুভূতি থাকে আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে। অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সুখানুভতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন, জন ও সম্মানের ক্ষতি দিয়ে।
সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মিল-মহব্বতের বিকল্প নেই। টক্সিক স্ত্রীকে সংশোধনে স্বামীর প্রতি কুরআনের নির্দেশ:
- উপদেশ দেয়া
- শয্যা ত্যাগ করা
- মৃদু প্রহার করা (শরীরে কোনো ধরনের জখম বা আঘাতের চিহ্ন পরবে না। মুখ এবং লজ্জাস্থানে কোনোভাবেই প্রহার করা যাবে না।)
- উভয় পক্ষের সালিশ বসানো
আল্লাহ তাআলা কুরআনের দিকনির্দেশনা মোতাবেক স্ত্রীর সঙ্গে স্বামীদের উত্তম আচরণ করার তাওফিক দান করুন। আমিন।
টক্সিক স্বামীর সাথে ঘর সংসার করার ক্ষেত্রে স্ত্রীকে নিদারুন মানসিক কষ্ট-যাতনা ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরা ঘৃণিত আল্লাহর কাছে, মানুষের কাছেও।
কুরআন-সুন্নাহয় এ জাতীয় লোকদের সম্পর্কে যা বলা হয়েছে:
✪ আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।” সূরা লোকমান: ১৮)
✪ হাদিসে এসেছে:
- “কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না ।” (আবু দাউদ, মিশকাত হা/৫০৮০)।
- “আমি তোমাদেরকে কি জাহান্নামীদের কথা বলব না? তারা হল, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে, আর যারা বদমেজাজি অহংকারী।” (মুসলিম, মিশকাত হা/৫১০৬)।
- “ইমানদার মানুষ সরল ও ভদ্র হয়। পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়।” (তিরমিযী হা/১৯৬৪; মিশকাত হা/৫০৮৫)।
- “যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৯)।
- “কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না, তা দোষণীয় হয়ে পড়ে।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)।
আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূর করে শান্তি ও সুখের সুবাতাস বইয়ে দিন এবং বিশ্বাস, ভালবাসা, দয়া ও মমতায় ভরপুর করে দিন। আমীন।
Related Images:

মন্তব্য করুন