বাবা-মায়েরা সন্তানদের নানা ভাবে শাসন করে থাকেন। ছোটবেলা থেকে বাব-মায়েদের কথা শুনতে, সম্মান করতে শেখানো হয়। কখনও কখনও বাবা মায়ের অতিরিক্ত শাসন, সমালোচনা নষ্ট করে দিতে পারে সন্তানের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ জীবন।
জেনে নিন, অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি না।
- আপনার সন্তান কি আপনাকে কিছু শেয়ার করতে ভয় পায়? কোনও কিছু শেয়ার করলে বা জানতে পেরে গেলে আপনার প্রতিক্রিয়ার ভয়ে টেনসন করতে থাকে? সেই ভয় কি এখনও সন্তানের মধ্যে রয়ে গিয়েছে?
- আপনি কি অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান সব কিছু? বার বার শোনান, ওদের জন্য কত অর্থ ব্যয় করেছেন, কী কী ত্যাগ করেছেন?
- অনেক বাবা-মা রয়েছেন যাঁরা মানতে চান না সন্তান বড় হয়েছে। তাঁরা দেখাতে চান সন্তানকে কতটা স্নেহ করেন, সব সময় বাচ্চা ভাবেন সন্তানদের। এই আচরণ সন্তানদের ব্যক্তিত্বের বিকাশ হতে দেয় না।
- আপনি কি সব সময় সন্তানের দোষ ধরেন, খুঁজে বেড়ান? আগের করা ভুল বার বার মনে করিয়ে দিয়ে সমালোচনা করেন?
- বিশেষ প্রয়োজনে সন্তান কি মনখুলে আপনাকে সব কিছু বলতে পারে? নাকি আরও বেশি সমালোচিত হওয়ার ভয়ে মনের কথা বলতে ভয় পায়?
- আপনি কি আপনার অসহিষ্ণু আচরণ, রাগ, শাসনের পিছনে সব সময় কারণ, যুক্তি, অজুহাত খোঁজেন?
- আপনি কি নিজেকে সবসময় পারফেক্ট মনে করেন? ভাবেন আপনিই সেরা অভিবাবক? সব সময় আপনার সিদ্ধান্তই সঠিক?
বিঃদ্রঃ সব প্রশ্নের সঠিক জবাবের জন্য আপনার অবশ্যই ঘনিষ্টজনের সহযোগিতা লাগবে।
Related Images:

মন্তব্য করুন