সমালোচক পুরস্কার: সেরা চলচ্চিত্র অভিনেতা: চঞ্চল চৌধুরী (দেবী )
৬ষ্ঠ বারের মত মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন মেধাবী ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হুমায়ূন আহমেদ-এর উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত, জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচ্চিত্রের ‘মিসির আলি’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি পেয়েছেন বিজ্ঞ জুরিবোর্ডের রায়ে এ পুরস্কার।
এর আগে ২০০৫ সালে তারকা জরিপে সেরা পুরুষ মডেল, ২০০৬, ২০১০, ২০১৬ সালে সমালোচকের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেতা (রূপকথার গল্প, মনের মানুষ, আয়নাবাজি) এবং ২০০৯ সালে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা (মনপুরা)’র পুরস্কার পেয়েছিলেন তিনি।
সমালোচকের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে ৪র্থ বারের মত পুরস্কার পেলেন তিনি।
অভিনন্দন “চঞ্চল চৌধুরী” !
Related Images:

মন্তব্য করুন