পুরুষের উন্নতির পেছনে নাকি একজন নারীর অনবদ্য ভূমিকা থাকে। তাহলে অনেক বেশি উন্নতি করতে হলে কি নারীর সংখ্যা বাড়াতে হবে?
অধিকারহীন দায়িত্ব এবং দায়িত্বহীন অধিকার_ দুটোই ক্ষতিকর। কখনো তা বিপজ্জনকও।
সংসার হলো একমাত্র তপোবন, যেখানে হরিণীর শিকার হয় হিংস্র ব্যাঘ্র।
সব সাহিত্যে নদী ও নারীকে এক ও অভিন্ন রূপ বলে স্বীকার করে নেয়া হয়েছে। তাইতো নদীর গতিপথ ও নারীর মন সব সময় সর্পিলাকার থাকে।
প্রতিটি সুন্দরী নারী উত্তম নয়। কিন্তু প্রতিটি উত্তম নারীই সুন্দরী।
নিউটনের ৪র্থ সূত্রঃ টাকা ও ভালোবাসা সর্বদা একে অপরের সমানুপাতিক। টাকার পরিমাণ বাড়লে ভালোবাসা বাড়ে। আর টাকার পরিমাণ কমলে ভালোবাসা কমে।
স্বামীর সাথেও প্রয়োজনে বাইরে যাওয়া; এখন আর নারীদের পক্ষে নিরাপদ নয়। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
এই শীতে সবাই ঠোঁট ফাঁটার জন্য পেট্রোলিয়াম জেলি এবং স্কিন ফাটার জন্য লোশন ব্যবহার করে। আমার যে কপাল ফাঁটা আমি কি ব্যবহার করব!
যে করে পাপ, সে হয় সাত পোলার বাপ। যে করে পূণ্য, তা জীবন শুন্য।
……..দেশীয় প্রবাদ।
হাল জমানায়- যার লজ্জা ও অপমান বোধ নাই! তার মত সুখী জন পৃথিবীতে দ্বিতীয়টি নাই।
Related Images:

মন্তব্য করুন