A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায়:-
১। সর্ব প্রথম দেখবেন টাইলস গুলো খোলা না প্যাকেট করা ।
২। প্যাকেটটা কি খাকি কালার নাকি সাদা কালার।যদি সাদা কালার হয় প্যাকেটের তাহলে বুঝবেন এটা এ গ্রে, যদি খাকি কালার হয় তাহলে বুঝবেন এটা বি গ্রেড আর যদি কোন প্যাকেট না থাকে তাহলে এটা সি গ্রেড।
৩। এছাড়া চারটি টাইলস এক কর্নার করলে এই একসাথে করলে দেখবেন করনার গুলো যদি না মিলে বা উঁচু নিচু হয়ে থাকে তাহলে বুঝবেন এটা বিগ্রেড ।
৪। দুটি টাইলস পাশাপাশি রাখলে দেখবেন একটি উঁচু একটা নিচু তখন এটা বুঝবেন এটা বি অথবা সি গ্রেড।
৫। টাইলসগুলো দেখবেন বিভিন্ন টাইলসের বিভিন্ন কর্নারে দাগ বা আপনার যে টাইলস টা কিনবেন সেটার ডিজাইন টা কোথাও সব গুলোর ডিজাইন একরকম না বা কোথাও ঝলসে গেছে।
৬। এছাড়া টাইলসের গায়ে অথবা টাইলসের প্যাকেটের গায়ে বি অথবা সি লেখা থাকে সেটা থেকেও বুঝবেন যেটা বিয়ে অথবা সি গ্রেডের।
Related Images:

মন্তব্য করুন