পাপ করলে অবশ্যই ভোগ করতে হবে তার শাস্তি। পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তা’আলা ক্ষমাশীল। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে।
পাপের নগদ শাস্তি:
- ইবাদতের মধ্যে বার বার মনোযোগ হারিয়ে ফেলা।
- ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া।
- সময়ের কাজ সময়ে করতে না পারা।
- মনে অস্থিরতা অনুভব করা।
- মানসিক বিনষ্ট হওয়া।
পোস্টটি আবেগ আর উপলব্ধির। তাই রেফারেন্স নেই।
অনেক কে দেখা যায় নামাজ কলমা নাই কিন্তু মনে কি আনন্দ! কোন অস্হিরতা নাই, অশান্তি নাই!অনেকের নামাজ পড়তে দেরী হলে অশান্তি অস্হিরতা শুরু হয়ে যায়। আসলে সবকিছুর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানেন।
Related Images:

মন্তব্য করুন