ভাত খেতে বসে ভাতের প্লেটে লাথি দিয়ে ছুঁড়ে ফেলা ছেলেটি আজ তার ছেলের কাছে শান্তিতে দুমুঠো ভাত খেতে পাওয়ার আশা করে। আজ সে বুঝতে পেরেছে প্রকৃতি কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না।
.
বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা মেয়েটা আজ আশা করে তার মেয়ের ধুমধাম করে পারিবারিক ভাবে বিয়ে দেবে। অথচ আজই তার মেয়ে পালিয়ে যাবার পরিকল্পনা সমাপ্ত করেছে। ভোরেই কারো হাত ধরে নিরুদ্দেশ হবে। মা টি ভুলে গিয়েছিলো তার অতীত, প্রকৃতি তাই অভিমান করে কাল সকালে সবকিছু মনে করিয়ে দেবে।
.
ভার্সিটির প্লেবয় টি আজ খুব কষ্টে চাকরী পেয়েছে। তার মনের চাওয়া কেবল একটি সতী মেয়ে বিয়ে করবে। বিয়েও ঠিক হয়ে গেলো। ঘটক এখানে করলো বিশ্বাসঘাতকতা। প্রকৃতি তাকে তার ১৯-২৩ বছর বয়সের অতীত মনে করিয়ে দিবে বাসর রাতে, জানবে মেয়েটিও প্লে-গার্ল খেতাবধারী, কেউ বা হয়তো সত্য জানবে না। ভাগ্য তার সাথে করবে নির্মম প্রহসন।
.
অতীতের ধর্ষক আজ একুশ বছর বয়সী মেয়ের বাবা।
আজ ধর্ষিত মেয়ের সামনে দাঁড়িয়ে সে। প্রকৃতি তাকে মনে করিয়ে দিচ্ছে তার দ্বারা ধর্ষিত সেই মেয়েটির আর্তনাদ।
.
জীবন কখনো কোনো ভুল ক্ষমা করে না। প্রকৃতি তার সবুজ পাতায় সব লিখে রাখে একসময় ফিরিয়ে দেবে বলে।
আমি এক চিকিৎসক। আমি যদি আমার পেসেন্ট এর সংগে ভাল ব্যাবহার না করি, তাহলে আমার সন্তানরাও আমার অবত’মানে কোন চিকিৎসক এর নিকট হতে ভালো ব্যাবহার হয়তো পাবে না –
.
আজ আপনি কোনো গরীবের পেটে লাথি দেবেন, অদূর ভবিষ্যতে প্রকৃতি আপনার পেটে লাথি দেবে।
.
There is no injustice in nature.
সকলের প্রাপ্য সে বুঝিয়ে দেয়। সময় থাকতে আমরা সাবধান হই। তা না হলে উপরে বর্ণিত প্রেক্ষাপটের শিকার ও সাক্ষী হবো আপনি অথবা আমি।।
Related Images:

মন্তব্য করুন