শুনতে তিনটি পৃথক ঝড়ের নাম মনে হলেও আসলে সাইক্লোন, হ্যারিকেন এবং টাইফুন সবগুলোই ঘূর্ণিঝড়। তবে বিভিন্ন অঞ্চলে এগুলোর নাম ভিন্ন। যেমন :
- আটলান্টিক, ক্যারিবিয়ান সাগর, মধ্য ও উত্তরপূর্ব মহাসাগরে এসব ঝড়ের নাম হ্যারিকেন।
- উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সেই ঝড়ের নাম টাইফুন।
- বঙ্গোপসাগর, আরব সাগরে এসব ঝড়কে সাইক্লোন নামে ডাকা হয়।
Related Images:

মন্তব্য করুন