“টিউশন শেষে তপ্ত রোদে ঘামে ভেজা ছেলেটার শার্ট… মাঝরাতে বইয়ের পাতায় বুদ হওয়া দুচোখের নীচে কালো দাগ…জীবনের কাছে বাজেভাবে হেরে গিয়েও ফের ফিরে আসা… সবকটা কটাক্ষ অপমান দুচোখের জলে সহ্য করার দিনগুলো……একদিন সবকিছুর জবাব হবে!!!
মহাবিশ্বের প্রতি সেকেন্ড এর হিসাব রাখেন যিনি তার বিচারে কেউ ঠকেনা। জীবনের প্রতিটা হতাশা কিংবা প্রতিটা না পাওয়ার গল্পের বিপরীতে ঈশ্বর ভালো কিছুই লিখে রাখেন… জীবনের সব খেলায় সাময়িক পরাজয় মানেই তাইতো হেরে যাওয়া নয়।
Related Images:

মন্তব্য করুন