ঘানার একটা গরীব গ্রাম। এক গরীব লোকের বাসায় । একদিন আকাশ থেকে কী যেন নেমে এল। যন্ত্রটা হাতে নিয়ে লোকটা তো অবাক !
কিছুক্ষণ পর দেখে এক সাংবাদিক এসে হাজির। সে তার ড্রোনটা ফেরত চাইছে। প্রৌঢ় লোকটা জিজ্ঞেস করল এর চেয়ে বড় সাইজের এমন কিছু কী আছে যা তাকে হজ্জে নিয়ে যেতে পারবে?
তুর্কী সাংবাদিক সেই ছবিটা টুইট করেছিলেন। তুরস্ক সরকার পরে আল-হাসান আব্দুল্লাহ নামের ওই লোকটার হজ্জের ব্যবস্থা করে।
আল্লাহ যাকে মেহমানদারী করতে চান তাকে এভাবেই ডেকে নিয়ে যান।
আপনি নিয়াত করুন।
সামর্থ্য কম?
প্রতিদিন দশটা করে টাকা জমান। এই টাকাটা আপনাকে হজে নিয়ে যাবে – এমনটা নয়। এটা হচ্ছে আপনার নিয়াত কতটা সিরিয়াস তার বহিঃপ্রকাশ। আপনার নিয়াতটা যদি বিশুদ্ধ হয় আল্লাহ আপনাকে তার ঘরে নিয়ে যাবেন।
কেমন করে?
সেই হিসাব আপনি করতে যাবেন না।
আপনি খালি আল্লাহকে ডেকে বলেন, “আল্লাহ, আপনার ঘরটা তাওয়াফ করতে চাই।”
তিনি ব্যবস্থা করবেন।
নিশ্চয়ই তিনি সর্বোত্তম অতিথিপরায়ণ।
Related Images:

মন্তব্য করুন