আমি যা দেখি তুমি কি তা দেখো? উত্তর – হ্যা
আমি দেখে যা ভাবি তুমি কি তা ভাবো? উত্তর – না
আমরা একই জিনিস সবাই একই দেখি – হাতিকে হাতি, পাখিকে পাখি, গাড়ীকে গাড়ীই দেখি। যদি তা না হতো তাহলে সর্বনাশ হয়ে যেতো।
মহান সৃষ্টিকর্তা সবার চোখের দেখার বিষয়টি একই রকম রেখেছেন। কিন্তু সবাই দেখে একই কিন্তু সবার ভাবনা একই রকম নয়। অর্থাৎ দৃষ্টি এক কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। আর আলাদা বলেই এক একজন মানুষ এক এক মর্যাদার এবং সম্মানের। তাদের অবস্থানও আলাদা ।
একই ঘটনায় কারো টেনশন হবে, কারো ভালো লাগবে, কারো আবার কিছুই মনে হবে না।
সন্দেহ, অবিশ্বাস, ঘৃনা, পরশ্রীকাতরতা, অহংকার এ সব কিছুই নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর। দৃষ্টি ভঙ্গি নির্ভর করে ছোটবেলা থেকে গড়ে উঠা শিক্ষা, বিলিভ, সিস্টেম, বেড়ে উঠার পরিবেশ, জেনিটিক্যাল ফ্যাক্টর প্রভৃতির উপর।
এক একজন মানুষ এক এক রকম এজন্যই ।
Related Images:

মন্তব্য করুন