যৌবন কালে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের স্বামীর কাছে অবহেলার পাত্রী।
অপি করিম, শখ, স্পর্শিয়া, সারিকা, মোনালিসা, মিথিলা, সালমা, জয়া’দের মতন জাতীয় ক্রাশরা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।
লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী, সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে…?
অপু, পপীরা পর্দায় নায়িকা হলেও, বাস্তব জীবনে সংসারী হতে পারেনি।
হেপি, সুবাহ্-এর মতন সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্ট হচ্ছে প্রতিনিয়তই। তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড্।
ভাবা যায় ? পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে অধিকাংশই দেখবেন,
“ডিভোর্সি সুন্দরী + ধনী পাত্রীর জন্য পাত্র চাই।”
বড়লোকের সুন্দরী মেয়ে, ডিভোর্সি হওয়ার কারণ কি?
বিয়ের আগে যাদের এত ডিমান্ডেড, বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড? বুঝে আসে কিছু ?
প্রকৃত ব্যাপার হল…
শুধু
বাহ্যিক সৌন্দর্যের নয়। ভিতরের সৌন্দর্যের পরিচর্যা করুন !
Related Images:

মন্তব্য করুন