নিউরো সায়েন্স ব্রেইন প্রোগ্রামিং থিওরী অনুযায়ী মানুষের ব্রেইন ছোটবেলা থেকে যে প্যাটার্নে ডেভলপ হয় পরবর্তীতে সেটি-ই অভ্যাসে পরিণত হয়। আর পুরোনো একটি অভ্যাস ফেলে নতুন একটি প্যাটার্ন মস্তিস্কে প্রোগ্রামিং দিতে ননস্টপ ব্রেইনকে ট্রেইন আপ করতে হয়। তা না হলে ব্রেইন আগের ধারাতেই চলতে থাকে। আর পুরোনো কিছু ভুলে নতুন কিছু এডজাস্ট হতে মানবদেহে ২২ দিন সময় লাগে। আর এটি স্থায়ী হতে আরো বেশি সময় লাগে।
এ সব কিছু বিবেচনা করে এবার একটু ভাবুন তো, কিভাবে একটি উপদেশ আপনার মনের অস্থিরতা, রাগ, ক্ষোভকে নিমিষেই সুস্থ করে দিতে পারে?
তাই চোখ বন্ধ করে আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে ভাবুন। আপনার ভুল, দোষ-ত্রুটি সংশোধন করুন। নিজেকে ভুল আশ্বাস না দিয়ে নিজেকে সঠিক ট্র্যাকে আনুন।
আপনার আগামীকাল আপনার প্রতি ন্যায্য কিছু দাবী করছে। আপনার কর্মকে আপনি সাজান। বাকিদের বদলানো আপনার হাতে না। আপনাকে সব ভালোটা দেয়া আপনার নিজের দায়িত্ব।
Related Images:

মন্তব্য করুন