উন্নতমানের ফার্মেসী সেবা প্রদানকারী দেশেও (eg. USA) বাংলাদেশের মত ওষুধের অনৈতিক বাজারজাতকরণ ও অযৌক্তিক ব্যবহারের সমস্যা ব্যাপক হারে বিরাজমান ছিল। সে সমস্ত দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নিয়ন্ত্রণকারী সংস্থা ফার্মাসিস্টদের আইন ও বিধি সম্মতভাবে ‘ওষুধ বিশেষজ্ঞ’ হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। সে সব দেশের জাতীয় সংসদ ‘Pharmacy Practice Act’ এর মাধ্যমে প্রয়োজনীয় আইন সমূহ জারী করে। সে সব দেশের হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারী কেন্দ্রে ওষুধের সুষ্ঠু ব্যবহার (Rational Use of Drugs) সুনিশ্চিত করার জন্য Pharmacy and Therapeutics Committee (PTC) গঠন করার পদক্ষেপ নেয়া অনেকটা বাধ্যতামূলক করা হয়। PTC সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে Formulary এবং Formulary System চালু করার পদক্ষেপ নেয়।
Formulary-তে অন্তর্ভূক্ত করা হয় প্রধানত generic নামে গৃহিত ওষুধ (PTC দ্বারা নির্ধারিত ওষুধ)। শুধুমাত্র Formulary-তে অন্তর্ভূক্ত ওষুধ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যবহৃত হয়। Generic নামে ওষুধ প্রেসক্রাইব করা হয় বলে Proprietary নামে হাসপাতালে ওষুধ ব্যবহার রোহিত হয়। ফলে সেসব দেশে ওষুধ কোম্পানির অনৈতিক বাজারজাতকরণ পদ্বতি হাসপাতালে ইত্যাদি ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না। তাই আমাদের দেশেও: The Pharmacy Practice Act of Bangladesh, Hospital Formulary ও Hospital Formulary System কার্যকর করা হলে সুষ্ঠু ওষুধ ব্যবহারের সমস্যা সমূহ সহজে উত্তরণ করা যাবে। এতে দেশ, সরকার ও জনগণ বিশেষ ভাবে ওষুধ কোম্পানির biased advertisement থেকে মুক্তি পাবে ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে প্রভূত সাফল্য ও পজিটিভ growth অর্জন করা যাবে।
ধন্যবাদ।
প্রফেসর শেখ ফিরোজ উদ্দিন আহমেদ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Related Images:

মন্তব্য করুন