রাত প্রায় তিনটে, আওয়াজ শুনে মহিলার হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। তাকিয়ে দেখে চার ডাকাত মুখে কাপড় বেঁধে, পিস্তল হাতে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলার স্বামী খাটের সঙ্গে বাঁধা, বাচ্চাদের পাশের ঘরে বন্ধ করা।
ডাকাতরা আলমারি আর সব তন্ন তন্ন করে খুঁজে অনেক টাকা আর গয়না পেয়ে গেছে।
হঠাৎ এক ডাকাত মুখের কাপড় সরিয়ে মহিলার দিকে তাকিয়ে বলে …
“তোর আমেরিকায় থাকা ভাই দেড় লাখ টাকা দামের আইফোন পাঠিয়েছিল, সেটা কোথায়? আর বিবাহ বার্ষিকীতে তোর বর যে হীরের নেকলেস দিয়েছিল সেটা?
মহিলা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল “কিন্তু, তুমি এসব কিভাবে জানলে?”
ডাকাতটা বলে উঠল …
“রোজ দেখছি তোকে , আমরা জানবনা ? আমরা সব জানি … আমরা তো তোর ফেসবুক ফলোয়ার …!”
বিঃদ্রঃ গল্পের ছলে হলে কথা কিন্তু খুব সত্যি…। পোস্ট টা হাসি র হলেও রিয়েলিটি আছে, ফেসবুকে কখনও ব্যাক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়।
তাই বলছিলাম – সব পোস্ট পাবলিক করতে নেই —
Related Images:

মন্তব্য করুন