পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ।
আল্লাহ এভাবেই জোড়ায় জোড়ায় আমাদের বানিয়েছেন।
- যৌনতার পুরুষত্ব শুধু সহধর্মীনির জন্যই। আর প্রকৃত পুরুষত্ব সকল নারীর জন্য। সকল নারীকে সম্মান করাই হল প্রকৃত পুরুষত্ব, হোক সে নারী একজন শিশু, তরুণী কিংবা বৃদ্ধা কোন মহিলা।
- একজন সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মান করে। তার কাছে একজন নারী সবসময় নিজেকে সম্পুর্ন নিরাপদ বোধ করে।
- একজন সত্যিকার পুরুষ কখনো কোন নারীকে আঘাত করে না, জোর করে না। যদি সে কাউকে চায়, নিজ যোগ্যতা দিয়ে তাকে অর্জন করে।
- একজন সত্যিকার পুরুষ সেভাবেই একজন নারীর সাথে আচরণ করে, যেভাবে সে তার বাবার কাছ থেকে মায়ের প্রতি আচরণ আশা করে।
- একজন সত্যিকার পুরুষ সে-ই, যার সকল যৌনতা শুধুমাত্র তার সহধর্মীনির জন্যই সংরক্ষণ করে রাখে।
- একজন সত্যিকার পুরুষ সে-ই, যে একজন মেয়েকে একাকি পেয়েও সুযোগ না নিয়ে বরং নিরাপদে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে।
এগুলোই সত্যিকার পুরুষত্ব।
“রেপকে না বলুন, নারীদের নিরাপদ রাখুন”
Related Images:

মন্তব্য করুন