১. যে ব্যক্তি ধৈর্য হারা হয়ে ভাঙচুর করে
২. যে ব্যক্তি একাকী আল্লাহর ইবাদত করবেন বলে যারা বিয়ে করে না (সংসার বিরাগী)
৩. যে ব্যক্তি শাসকদের মিথ্যাচার ও জুলুমের সমর্থন করেন
৪. যে ব্যক্তি প্রতারণাকারী বিশেষ করে বেচা কেনার ক্ষেত্রে
৫. যে ব্যক্তি গণকের কাছে যায়
৬. যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে
৭. যে ব্যক্তি কুরআন তেলাওয়াতের সময় সুর করে সুন্দর করে পড়েনা
৮. যে ব্যক্তি ছিনতাই করে
৯. যে ব্যক্তি নবী (সা) এর দেখানো পথ অনুযায়ী শাসন করে না
১০. যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়
১১. যে ব্যক্তি গোফ ছোট করে না
১২. যে ব্যক্তি বিপরীত লিঙ্গের বেশভূষা অনুকরণ করে
১৩. যে ব্যক্তি মুসলমানদের উপর অস্ত্রধারণ করে
১৪. যে ব্যক্তি মুসলিম জনপদে সাপ প্রবেশ করলে তা হত্যা না করে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়
১৫. যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা,, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের বিধি বিধান মেনে চলে,, ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে চলার তৌফিক দান করুন,, আমিন!!
Related Images:

আসসালামু আলাইকুম,
আমি আপনাদের নিকট অনুরোধ করছি যে, রেফারেন্স গুলো যেন দেওয়া হয়। আমার রেফারেন্স গুলো সংগ্রহ করা খুবই জরুরি। অনুগ্রহ করে আমাকে রেফারেন্স গুলো দিন।