চাকরিটা বস-এর শ্যালকের জন্য আগে থেকেই নির্ধারণ করা আছে। তবুও নামকাওয়াস্তে লোক-দেখানো ইন্টারভিউ চলছিল। সেসব প্রশ্নই জিজ্ঞেস করা হচ্ছিল, যার কোনো উত্তর হয় না! ফলে একের পর এক প্রার্থী ঢুকছিল আর বেরুচ্ছিল। এক সময় এলো বল্টুর পালা।
প্রশ্নকর্তা : আপনি মাঝ নদীতে একটি নৌকায় একা বসে আছেন এবং আপনার সঙ্গে মাত্র দু’টো সিগারেট ছাড়া আর কিছুই নেই। আপনি কিভাবে অন্ততপক্ষে একটি সিগারেট জ্বালাবেন?
বল্টু একটু চিন্তা করে বলল, স্যার, এর তিন-চারটে সমাধান আছে!
প্রশ্নকর্তা একটু আশ্চর্য হলেন। যে প্রশ্নের কোনো উত্তর হয় না, সেখানে এতোগুলো উত্তর?!?
প্রশ্নকর্তা : আচ্ছা ঠিক আছে, বলেন…।
বল্টু : একটি সিগারেট জলে ফেলে দেবো, তাহলে নৌকা একটু হাল্কা মানে লাইটার (Lighter) হয়ে যাবে এবং সেই lighter দিয়ে সিগারেট জ্বালাতে পারব!
দ্বিতীয় সমাধান – একটা সিগারেট উপরে ছুঁড়ে দেবো এবং নিচে নেমে এলে ক্যাচ ধরব মানে Catches win the matches; তারপর সেই ‘ম্যাচিস’ (matches) দিয়ে সিগারেট জ্বালিয়ে নেবো!
তৃতীয় সমাধান- নদী থেকে এক আজলা পানি নিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকব… শব্দ আসবে- টিপ, টিপ, টিপ!
প্রশ্নকর্তা : তাতে কী হবে?
বল্টু : ওই গানটা শোনেননি – টিপ-টিপ বরষে পানি, পানি নে আগ লাগায়ি.. সেই আগ (আগুন) দিয়ে সিগারেট জ্বালিয়ে নিতে পারব!
এতেও যদি কাজ না হয়, তাহলে চতুর্থ সমাধানটা শুনুন – একটা সিগারেটকে আদর করব, অন্য সিগারেট হিংসায় আপনে আপনেই জ্বলে যাবে!
Related Images:

মন্তব্য করুন