ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা।
সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা।
নিরর্থক ভয় পাওয়া হচ্ছে বড় দুর্বলতা।
সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া।
বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না।
সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি।
কৃপনের সাথেও কখনো বন্ধুত্ব করবে না।
কারণ সে বিপদের দিনে তোমার পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে।
সাবধান! কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিওনা।
কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে।
আর মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করো না।
কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দিবে।
Related Images:

মন্তব্য করুন