আবোল তাবোল
১. যুদ্বের জন্য দরকার প্রতিরক্ষা সামগ্রী, বিনা অস্ত্রে পরিচালিত যুদ্ধে বিজয়ী হতে পারাটাতো স্রষ্টাতেই ভরষা, সরকারের পাশাপাশি আমাদের সেই বিশ্বাস অটুট। আমাদের সরকার সৃষ্টি কর্তার উপর ভরষা করেই বিশ্ব মানের করোনা ভাইরাস মোবাবিলার কথা বলেছেন, রাষ্ট্রের সার্বিক প্রস্তুতি দেখে এক কথায় তাই বলা যায়।
২. একই সরকারে কেউ বলে ঘরে থাকো, কোযারিন্টাইন করো, কেউ বলে ভোট মারো। হুজুররা বললে কেউ হয় ক্ষ্যাপাটে , নির্বাচন কমিশন বললে সবাই যায় নেতিয়ে। হুজুররা জুমা বন্ধ না করার হুশিয়ারী দিলে আমরা নাখোশ হয়ে বলি বর্বর , নির্বাচন কমিশনের অনড়তাকে দেখি ষ্মার্টনেস। সবাই ”শক্তের ভক্ত নরমের জম”।
সাধারনের একজন অতি সাধারন নাগরিক হিসেবে আমারও ভরষা সৃষ্টিকর্তাতে, অমত করতে পারেন তবে ভাইরাসে ধরলে চিকিৎসা পাবেন এমন নিশ্চয়তা ডাক্তাররা দিতে পারবেনা।
হ্যা ভোট দিতে গিয়ে হাত ধুয়ে নিয়েন কিন্তু।
মো: হাফিজ-আল-আসাদ, ২০ মার্চ, ২০২০
Related Images:

মন্তব্য করুন