করোনাভাইরাস (কোভিড-১৯)
মাস্ক এর ব্যবহার: কখন এবং কিভাবে?
কখন ব্যবহার করবেন?
১. আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মাস্কের প্রয়োজন তখনই হবে যদি আপনি একজন সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেখভাল করার দায়িত্বে নিয়োজিত থাকেন।
২. যদি আপনার হাঁচি, কাশি, কফ অথবা এই ধরনের কোন উপসর্গ অথবা রোগ হয়ে থাকে তাহলে মাস্ক ব্যবহার করতে হবে।
৩. মাস্ক এর ব্যবহার কার্যকর করতে হলে আপনার হাত সাবান দিয়ে ঘন ঘন ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
৪. আপনি যদি মাস্ক পড়েন, তাহলে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন উপায়ে ফেলে দিতে হয় তা অবশ্যই শিখতে হবে।
কিভাবে পড়বেন, ব্যবহার করবেন, খুলবেন এবং ফেলে দিবেন?
১. মাস্ক ধরার আগে দুই হাত হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন।
২. আপনার নাক ও মুখ সম্পূর্ণভাবে মাস্ক দিয়ে ঢেকে নিন। মুখ ও মাস্ক এর মাঝে কোন ফাঁকা জায়গা থাকা যাবে না।
৩. মাস্ক ব্যবহারের সময় এটিতে হাত লাগাবেন না। যদি হাত লাগে তাহলে তাহলে দুই হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন।
৪. মাস্ক স্যাঁতস্যাঁতে হয়ে গেলে পরিবর্তন করে নিন। ওয়ান টাইম মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না।
৫. মাস্ক খোলার সময়: পেছন থেকে মাস্ক খুলুন (মাস্ক এর সামনের অংশে হাত লাগাবেন না); এবং সাথে সাথে একটি আবদ্ধ আবর্জনার বাক্সে ফেলে দিন। সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিন।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Related Images:

মন্তব্য করুন