#করোনাভাইরাসফ্যাক্ট
বিশ্বের বড় ১০ টা গার্মেন্টসের মধ্যে ৩ টা বাংলাদেশে। এশিয়ার সেরা ১০ জন ধনীর মধ্যে ২ জন বাংলাদেশী। এইদেশে হাজার কোটি টাকা আছে, এমন মানুষ আছে হাজারের উপরে।
দেশের এই বিপদের দিনে এরা কোথায়?
- স্কয়ার, বেক্সিমকো, প্রান-আরএফএল, ইনসেপ্টা, বসুন্ধরা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, গ্রামিনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, যমুনার মতো বিশাল বিশাল কোম্পানি কোথায়?
- ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কোথায়?
- বড় বড় ঔষধ কোম্পানিগুলো কোথায়? যারা এম আর নিয়োগ করে ডাক্তারদের পিছনে পড়ে থাকে। তারা কি বিনামূল্যে হেক্সিসল, হ্যান্ডিরাব এসব দিতে পারে না। দেশের জনগণের কাছ থেকে কি শুধু নিয়েই যাবেন বিপদে কিছু সাহায্য সহযোগিতাও যদি না করেন আজীবন যেসব মুনাফা অর্জন করলেন তার বিপরীতে ওদের কাছ থেকে মানুষের কি পাওয়ার কিছুই নেই?
- এত এত ব্যাংক, এত এত ফাউ ইস্যুতে প্রধানমন্ত্রীর তহবিলে দান করে, এখন তারা চুপ কেন?
- ফুটানি মারা লোক দেখানো যাকাত-দাতারা এখন কোথায়? যারা শাড়ি, লুঙ্গি বিলাতে যেয়ে মানুষ মারে।
কেউ এখন পর্যন্ত বললো না আমরা ফ্রী মাস্ক দিবো, ডাক্তারদেরকে পোশাক দিবো, কেউ বললো না আমাদের কর্মচারীদের কাজ ছাড়া বেতন দিবো। কিন্তু এরাই সরকারী উৎসব অনুষ্ঠানে, কে কার চেয়ে বেশি টাকা দিবে তা নিয়ে প্রতিযোগিতা করে।
- প্রিন্স মূসা বিন শমসের?
যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়।
প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক। - সালমান এফ রহমানঃ
বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। - আহমেদ আকবর সোবহানঃ
তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। - এম এ হাশেমঃ
তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান।
তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক। - আজম জে চৌধুরীঃ
তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট।
তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক। - গিয়াস উদ্দিন আল মামুনঃ
রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। - রাগিব আলীঃ
তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান।
তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক। - শামসুদ্দিন খানঃ
তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক। - ঈকবাল আহমেদঃ
তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক। - সাইফুল ইসলাম কামালঃ
তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক।
দেশের এই ক্রান্তিকালে আপনারা কি করছেন? দেশে ডাক্তারদের পিপিই এর সংকট, মাস্কের সংকট, কীটের সংকট। দেশের এই বিপদের দিনে আলীবাবাকে কেন আগাইতে হয়?
এগিয়ে আসুন মানবতার সেবায়, আপনাদের মানুষ আজীবন মনে রাখবে।
Related Images:

মন্তব্য করুন