শুধু মাত্র ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে। বেগম রোকেয়ার চেতনায় উদ্দিপ্ত ষোল বছরের মেয়েরা নিজদের সহ পাঠিনীর বিয়ে ঠেকাতে পারলেও, নিজেদের সারে চার লক্ষ বাৎসারিক এবর্শন ঠেকাতে পারছেনা।
মাল্টি ন্যাশনাল কোম্পানীর চোখের খোরাক হওয়ার চেতনায় বিভর তরুণীরা নিজের ঘরে কাপড় ধোয়া রান্নাবান্না করা বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স নিচ্ছে ৭০ শতাংশ।
(বাবা-মাঃ আমার মেয়েকে কি জামাই বাড়ি যেয়ে থালা বাটি ধোয়া, রান্না বান্না করার জন্য এত আদর যত্ন করে লেখাপড়া শিখাইছি ..! করা লাগবে না এমন সংসার। লে মাইয়াঃ উড়াল ?♂️)
চেতনা ! চেতনা ! চেতনা ! চারদিকে শুধু চেতনা।
এয়ার হোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা আর নিজ ঘরে রান্না করাটা বুয়াগিরী।
বসের ব্লেজার পরিয়ে দেওয়ার নাম পারফরমেন্স, কিন্তু শ্বশুর শ্বাশুরীর গামছা এগিয়ে দেওয়া পরাধীনতা।
বসের গালাগাল, খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেওয়াটা কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্নমর্যদার হনন।
….ব্লা, ব্লা, ব্লা
কি আর গিলতে বাকি জাতির??
“দেখিয়ে দাও অদেখা তোমায় ” স্লোগানে কোন নির্লজ্জ পথে নিয়ে যাচ্ছে আমাদের?
Related Images:

মন্তব্য করুন