প্রকৃতির প্রতিশোধ
- মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে; কারন স্ত্রী ছিল বন্ধ্যা। কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো; কারন তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা!
- ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল। মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে।
- ঝগরা করতে করতে সেদিন সে তার পাশের ফ্ল্যাটের ভবিকে বলেছিল, আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন! কয়েক বছরের ব্যবধানে সেই মুটকু মেয়েটা বেশ স্লিম হয়ে গেছে। অথচ সেই নিন্দুকের নিজের মেয়েই কেমন মুটিয়ে যাচ্ছে দিন দিন।
- সেদিন ঘুষখোর অফিসার গরীব বেচারার ফাইল আটকে রেখে পাঁচ শ’ টাকা ঘুষ নিয়েছিল। আজ তার ছেলের মামুলি অসুস্থতার জন্য ডাক্তার তার হাতে ১০ হাজার টাকার টেস্ট ধরিয়ে দিয়েছে অযথা।
প্রকৃতি সব ‘ইয়াদ‘ রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি ‘প্রতিশোধ‘ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, তোমারও নেই।
তুমি তো গড়তে শেখোনি, শিখেছো কেবল ধ্বংসযজ্ঞে মেতে উঠতে!
পৃথিবীর বুকে তুমি না থাকলেই বরং পৃথিবীটা সুন্দর হয়, বসবাসের যোগ্য হয়, প্রকৃতির মুখে হাসিটা লেগে থাকে…
সবাই ব্রান্ডের প্রোডাক্ট ভালোবাসি! কিন্তু নিজেদের আচার, আচরণ, স্বভাব, চরিত্র কোন ব্রান্ডের? ভেবেছেন কি?
কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না; পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে। আপনার কাজ ধৈর্য্য ধরা এবং ক্ষমা করা; আর আল্লাহকে বলুন, আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন।
Related Images:

মন্তব্য করুন