কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত, রূপ-গুণের কারনে সাময়িক কিছু দিনের জন্য আমরা হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো…কিন্তু সময় সবসময় আপনার-আমার ইচ্ছামত চলবে, এমন আশা করা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়।
- ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী ‘নজর কাড়া’ মেয়েটা, এখন দুই সন্তানের মা। কিন্তু সেই রূপ আর নাই। এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে কারো ‘নজর কাড়ে’ না!
- ১০ বছর আগে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা সুন্দরী মেয়েটা, এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হচ্ছে!
- ৭-৮ বছর ধরে একের পর এক প্রেম করা মেয়েটি এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে!
- পড়াশোনার পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করা ক্লাসের সেই ছেলেটি, এখন বেকার ঘুরছে!
- অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার ‘হবু বউ’, এখন আরেক ‘স্টাব্লিষ্টড টাকায়ালার’ বউ!
- সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটা, এখন গাধার মতো খাটা বিসিএস স্টুডেন্টদের সাথে একই সরকারি দপ্তরে “দূর্দান্ত” স্যালারিতে ‘দক্ষতা’র সাথে চাকরি করছে!
- ৭ বছর আগের অহংকারী ছেলেটা এখন ঋণের বোঝা নিয়ে কোন মতে বেঁচে আছে!
- ৯ বছর আগের প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন মেডিকেল এর স্টুডেন্ট!
- ক্লাসের সবার আগে তুলনামুলক ভালো প্রতিষ্ঠানে জব পাওয়া ছেলেটা, এখন রোড অ্যাকসিডেন্টে মৃত!
- ৫ বছর আগেও ভালো একটি জুটি, এখন একজন আরেক জনের ব্লক লিস্টে!
- ৩৫-৪০ বছর আগে প্রেম করে বিয়ে করা জুটিটা এখন নিজের ছেলে মেয়ের প্রেম আছে শুনে বাকরুদ্ধ হয়ে যায়!
আসলে সময় সবারই আসে। কারো হয়তো ৫ মাস পরে আসে, কারো ২৫ বছর পর। আজকে আপনি কারো উপর জুলুম করলে, কাউকে কটাক্ষ করলে, অহংকার করলে নিশ্চিত থাকুন এক দিন আপনিও একই সিচুয়েশনে পড়তে যাচ্ছেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে, আন্ডারস্টিমেট করলে, ছেড়ে চলে গেলে হতাশ হওয়ারও কিছু নাই। সময় নিজেই এর শোধ নিবে।
অল্প কয়েক দিনের জীবন, তার চেয়েও অল্প কয়েক দিনের অর্থ-বিত্ত, রূপ-গুণ! এরপরও মানুষের এতো অহংকার কোথা থেকে আসে???
Related Images:

মন্তব্য করুন