যে স্বপ্নগুলো আমাদের আখিরাতের কথা ভুলিয়ে দেয়, সেগুলো স্বপ্ন নয়; স্রেফ_ধোঁকা।
একটি নির্ভেজাল, সচ্ছল জীবন আমাদের চূড়ান্ত কামনা। অথচ মৃত্যুকালীন ভয়াবহতা, কবর জীবনের পিনপতন নীরবতা এবং পরকালের অন্তহীন জীবনে আমাদের অবস্থা কী হবে, সেগুলো নিয়ে এক মুহূর্তও ভাবি না। মনেই আসে না।
আল্লাহ্ তা‘আলা কুরআনে বলেন—
فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَما الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ
‘‘অতপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই তো সফলকাম হবে। বস্তুত, পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়।’’ [সূরা আলে ইমরান, আয়াত: ১৮৫]
দুনিয়ার ক্যারিয়ার নিয়ে তো আমরা অনেক চিন্তা করি। আসুন! আখিরাতের চূড়ান্ত ক্যারিয়ার নিয়েও একটু ভাবি। সেখানে শুরু আছে, কিন্তু শেষ নেই। সেখানে হেরে যাওয়া মানে সবকিছুই হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া। সেখানে কোনো মৃত্যু নেই।
© শাইখ মুখতার আহমাদ
Related Images:

মন্তব্য করুন