সকালে বাসে করে যাচ্ছিলাম, পাশেই একজন অর্ধ বয়স্ক মহিলা। বাস তেল নেওয়ার জন্য থামালো, লোকটি বাস থেকে নেমে কোথায় যেন গিয়েছে। বাস ছেড়ে দিল ভদ্র মহিলা কান্না করতে শুরু করে দিল, ইশারা দিয়ে কিছু বোঝাতে চেয়েছিল, রানিং বাস এমন সময় দেখি প্রায় ৭০ বয়সের একজন বয়স্ক ভদ্রলোক এসে ভদ্রমহিলার হাত ধরে বলল…আরে আমি তো ঝালমুড়ি আনতে গিয়েছিলাম তোমার জন্য..! আমি উনার সাথে কথা বলতে লাগলাম…. আমাকে বলতে লাগলো…. বাবা আমাদের কোন ছেলে মেয়ে নেই.. বলতে পারো এতিম….দুইজনে একসাথে বের হয়েছি ঢাকা শহর ঘুরতে; ব্রাহ্মণবাড়ীয়া থেকে এতো সময় লাগে আগে জানা ছিল না।
কথা বলতে বলতে জানতে পারলাম বিয়ের ৪২ বছরে এখনো নাকি দুইজন একি প্লেটে খাবার খেয়ে আসছে; ঝগড়া বিবাদ হলে নাকি খাবারের মাঝখানে ভাত দিয়ে বর্ডার তৈরি করে কিন্তু আলাদা প্লেটে খায় না। উনি একটি স্কুলের অবসরপ্রাপ্ত মাস্টার, স্কুলে পড়ার সময় তার ছাত্রী তাকে ঝালমুড়ি দিয়েছিল খেতে আর সেই থেকে পথ চলা। একটা জিনিস খুব ভালো লেগেছে উনাদের দুজনের জন্য একটা ঝালমুড়ি এক সাথে খাচ্ছে কি আনন্দ নিয়ে মনে হচ্ছিল পাঁচ তারকা হোটেল। লয়ালিটির সংজ্ঞা সম্ভবত এটাই; যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ অব্দি ডুবে থাকার নামই লয়ালিটি।।?
©আরাফাত
Related Images:

মন্তব্য করুন