এদেশের লোকদের যদি জিজ্ঞাসা করেন, ‘ইসলাম অর্থ কি?’
– তারা বলবে ‘শান্তি’।
অথচ ইসলাম অর্থ কি শান্তি? সালাম অর্থ শান্তি। আমরা সালাম দেই – আপনার উপর শান্তি বর্ষিত হোক।
ইসলামের সঠিক অর্থটা জানলে আক্বিদার অনেকাংশ ক্লিয়ার হয়ে যায়। ইহুদী খৃষ্ট্রানসহ ইসলামের শত্রুরা খুব কুকৌশলে এই কাজটি করেছে, তা হল তোমরা শিখাও ইসলাম অর্থ শান্তি। তোমরা শান্তিতে থাকবে, খানকায় বসে ইবাদাত করবে, শান্তিতে ঘুমাবে! আস্তে আস্তে হাটবে! যমিনে পিপড়ায় যেন টের না পায়!
ইসলামের কি আছে তোমরা জানবে না। ইসলামের অর্থনীতি কি? ইসলামের রাষ্ট্রনীতি কি? ইসলামের পররাষ্ট্রনীতি কি? তা দরকার নেই তোমাদের। তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, রাষ্ট্র আমরা চালাবো।
– ঠিক এই ভাবে আজ আমরা ইসলামকে মসজিদ আর ঘরের মধ্যে আবদ্ধ করেছি। গুটি কয়েক ইবাদাতের মধ্যে
ইসলামকে আবদ্ধ করেছি।
ইসলাম অর্থ ‘আত্মসমর্পন।’
– কুরআন সুন্নাহর পরিভাষায় নিজের ইচ্ছা খায়েশ তথা নিজেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল (সাঃ)-এর আনিত সকল বিধানের কাছে সমর্পন করার নামই ইসলাম। আর এরকম যে নিজেকে আল্লাহর সকল বিধানের কাছে সমর্পন করে তার নাম মুসলিম।
মুসলিম অর্থ ‘আত্মসমর্পনকারী।
নিজে সত্য-সঠিক অর্থ জানুন! অন্যকে জানতে সহায়তা করুন!
Related Images:

মন্তব্য করুন