প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা হয়তো অনেকে ভুলেই গেছি!!
- ১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
সহীহ মুসলিম- ৮৯৮ - ২। বৃষ্টি আসলে দোয়া করা।
সহীহ বুখারী- ১০৩২ - ৩। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
বুখারী- ৫২১১ - ৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা।
মুসলিম- ২০৬৪। - ৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
বায়হাকী- ১৭৫৯৫। - ৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
মুসলিম- ২৫৩১। - ৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
মুখতাসার যাদুল মা’ আদ- ১/২৭ - ৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
বায়হাকি-৪২৮। - ৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
বুখারী- ৭৩১ - ১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
মুসনাদে বাযযার- ৮৫৬৭। - ১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। বিশেষ করে শো জুতা।
আবু দাউদ- ৪১৩৫। - ১২। যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া।
তিরমিযী- ২৪৭৮। - ১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
আরশিফু মুলতাকা- ৪৫৬৯। - ১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
মুসনাদে আহমাদ- ২১৬১৮। - ১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
তাবরানী- ৬১৩৯। - ১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
মুসনাদে আহমাদ- ২৭৫০৮। - ১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
ফাতহুল বারি- ১১/১১০। - ১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
আবু দাউদ- ৪১৬০।
প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়।
আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নাহ।
আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..
Related Images:

মন্তব্য করুন