স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ, সুন্দর, মধুর ও আবেদনময় একান্ত সম্পর্ক ব্যতীত দাম্পত্য কখনোই সুখের হয়ে ওঠে না। অশান্তির মূল কারণ একান্ত দাম্পত্যে মিলের অভাব! কিছু ভুল আছে, যেগুলো দাম্পত্যে কমবেশি অনেকেই করেন। আর বুঝতেও পারেন না যে সেগুলো সম্পর্ক নষ্টের মূল কারণ। চলুন, জেনে নিই এমন কিছু ভুল।
- নৈতিক শিক্ষার অভাব।
- তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ।
- ইগো, ইমপ্যাশেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং।
- বিশ্বাস, ভরসা, ধৈর্য্য এবং সম্মান এর অভাব।
- মনের মিলের অভাব। ম্যান্টালিটি ম্যাচ না করা।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাব, মিথ্যা বলা, কথা গোপন রাখা, অন্যের কাছে ছোট করা।
- উভয় পক্ষ সহানুভূতিশীল না হওয়া। স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকা।
- সবকিছু নিজের মতো করে ভাবা। একে অপরকে না বুঝা।
- স্ব স্ব প্রত্যাশাগুলো নিজেদের মধ্যে শেয়ার না করা।
- অপরকে তার প্রাপ্য সন্মান ও অধিকার না দেয়া।
- অতিরিক্ত রাগ। নিজের জেদটা বড় করে দেখা।
- বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেওয়া।
- ধৈর্যশক্তির অভাব। ধৈর্য্য কম থাকা।
- হিংসাত্মক মনোভাব।
- মোবাইল ফোন।
- অহংকার।
- প্রাক্তন…।
- পরকীয়া।
- অতিরিক্ত কাজের চাপ।
- অভাব অনটন কিছুটা।
ভুল হয়ে গেলে ভুল শুধরানোর শ্রেষ্ঠ উপায় হল –
- দ্রুত ভুল স্বীকার করা।
- ভুলের জন্য অনুতপ্ত হওয়া।
- ভুল থেকে শিক্ষা গ্রহন করা।
- ভুলের পুনরাবৃত্তি না করা।
- ভুলের জন্য কাউকে দোষ না দেওয়া বা অজুহাত সৃষ্টি না করা।