ভাই অন্যায় করে, মেনে নেই।
বোন অন্যায় করে মেনে নেই।
মা অন্যায় করে মেনে নেই।
বাবা অন্যায় করে মেনে নেই।
নিজে অপরাধ করেও অন্যকে দাবিয়ে রাখি।
কিন্তু—
ভাবি অন্যায় করে, সহ্য করতে পারি না।
দুলাভাই অন্যায় করে, সহ্য করতে পারি না।
শাশুড়ি অন্যায় করে, সহ্য করতে পারি না।
শশুর অন্যায় করে, সহ্য করতে পারি না।
অন্যের অপরাধ সহ্য করতে পারি না।
আবার—
ভাইয়ের দোষ খুঁজি, ভায়রার দোষ দেখি না।
বোনের দোষ খুঁজি, বউয়ের দোষ দেখি না।
মায়ের দোষ খুঁজি, শাশুড়ির দোষ দেখি না।
বাবার দোষ খুঁজি, শশুরের দোষ দেখি না।
নিজের দোষ ঢাকতে অন্যকে দোষী বানাই।
এমনও ঘটে = রহস্যময় সম্পর্ক
বউয়ের থেকে গার্লফ্রেন্ড আপনজন।
স্বামী থেকে বয়ফ্রেন্ড ঘনিষ্টজন।
আত্মীয় থেকে অনাত্মীয়ই বিশিষ্টজন।
চলমান—
ঘুণে ধরা সমাজে,
কম বেশি অনেকে এভাবেই চলছি !!!
আত্মশুদ্ধির সুযোগ থাকলেও গ্রহণ করি না।
রক্তের সাথে মাখামাখি সব একাকার।
***পরিশেষে***
মহান তারা ব্যতিক্রম যারা।
মুখ বুজে সব মেনে নেওয়া, সহ্য করা মানুষগুলোর সহায় তো মহান আল্লাহ।
Related Images:
