তিক্ত হলেও কথাগুলো কিন্তু সত্য
- যে মা তার কালো মেয়েকে বিয়ে দেয়ার চিন্তায় রোজ নীরবে দীর্ঘশ্বাস ফেলছে, সেই মা’ই আবার তার ছেলের জন্য দুধে আলতা বৌ খুঁজবে!
- যে মা বিয়ের আগে ও পরে তার মেয়েকে শেখাচ্ছে কি করে স্বামী আর শশুর বাড়ির লোকদের কন্ট্রোল করতে হয়, সেই মা’ই একদিন তার ছেলের বৌকে নিজের মত করে চালাতে না পারার দুঃখ পাড়ায় পাড়ায় বিলি করবে, বিয়ের পর ছেলে বদলে গেছে বলে আক্ষেপ করবে!
- যে বাবা মেয়ের বিয়ের যৌতুক যোগান কিভাবে হবে ভেবে ভেবে রাতের ঘুম হারাম করে, সেই বাবা’ই আবার তার ছেলের বিয়েতে যৌতুকের ব্যাপার হেসে-খেলে এক ফাঁকে মেয়ে পক্ষকে বলে হাফ ছেড়ে বাঁচবে!
- যে ভাই নিজের বোনের সম্ভ্রম রক্ষায় তাকে চোখের আড়াল করেনা, সেই ভাই’ই আবার পাড়ায় অন্য মেয়েদের দেখে যৌনকামনা পূরণের সুযোগ খোঁজে!
- যে নেতা ‘নারী’ উন্নয়ন সংগঠনে সকাল বিকাল গলা চেচিয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দিতে দিতে গলা ফাটিয়ে ফেলছেন, তারই বাসার কাজের মেয়েটা ধর্ষিতা হচ্ছে দিনের পর দিন,হয়তো তার হাতে নয়তো তার ছেলের হাতে!
- লোকাল বাসে আপনার পাশে বসা মেয়েটার শরীরটাকে দর্শনে ধর্ষণ করছেন, ইনিয়ে বিনিয়ে তার শরীর ছুঁয়ে দিচ্ছেন, মনে আছে তো?
><><><><><><><><><><><><><><>
অতঃপর যা কিছু আমি করি, আমরা করি, তা-ই সমাজ তার ঝুলিতে ভরে……….!!!!!
><><><><><><><><><><><><><><>
Related Images:
