- বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১০ টি সেতুর তালিকায় ১ নাম্বারে রয়েছে চীনের ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ।
এটির দৈর্ঘ ১৬৪ কিলমিটার। - দ্বিতীয়টি তাইওয়ানে। এর দৈর্ঘ ১৫৭ কিলোমিটার।
- তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ট দীর্ঘতম সেতুগুলোর অবস্থান চীনে।
এগুলোর দৈর্ঘ যথাক্রমে– ১১৬, ১১৩, ৭৯ ও ৫৫ কিলোমিটার। - সপ্তমটি থাইলেন্ডে। এর দৈর্ঘতা ৫৪ কিলোমিটার।
- তালিকার আট নাম্বারে থাকা সেতুটিও চীনের তৈরি, যার দৈর্ঘ ৪৮ কিলোমিটার।
- নবম দীর্ঘ সেতুটি যুক্তরাষ্ট্রের। ৩৮ কিলোমিটার।
- সেরা দশ তালিকার দশমটিও চীনের। দৈর্ঘ্য ৩৭ কি.মি.।
তাহলে প্রশ্ন হচ্ছে— পদ্মা সেতুর অবস্থান কত?
পৃথিবীতে অসংখ্য সেতু রয়েছে। এই অসংখ্য সেতুর মধ্যে দীর্ঘতম সেতুর তালিকায় বাংলাদেশের পদ্মাসেতু বিশ্বের ১২২তম দীর্ঘ সেতু।
Related Images:
