পুলিশ ঘুষ খায়।
– আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি ৫ টাকার মাক্স ১০০ টাকায় বিক্রি করি।
– আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়বে আমি তাদের পরীক্ষায় পাশ করে দেই।
– আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নরমাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই।
– আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি।
– আমি আলেম, আমি তো ঘুষ খাই না। তবে পানি পড়া, তাবিজ, ঝাড়ফুঁক করে হাদিয়া নেই।
– আমি সাধারণ জনগন, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই।
…………….সব শেষে
পুলিশ ঘুষ খায়।
সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হল, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সাধারন জনগন কার কাছে যাবে?
আপনার পেশা যা-ই হোক সবার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। তা না হলে আপনি ওই পেশার ক্ষতি করবেন।
Related Images:
