এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!”
শকুন বলল–“ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো। বাচ্চা বলল–“বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।”
বাপ বলল –“ঠিক আছে বেটা, এনে দেব।”
শকুনটা উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।
বাচ্চা বলল –“আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়? তখন শকুনটা উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!!!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে– “বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো??”
শকুন বললো — “এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে!!! ”
বাচ্চা বললো- “তোমার অনেক বুদ্ধি, বাবা..”
শকুন — “আরেহ, ধুর!!! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে…”
উপরের ঘটনাটি কাল্পনিক, কিন্তু সংলাপ এবং বিষয়বস্তু দুটোই বাস্তব। নিউজিল্যান্ড থেকে শ্রীলংকা – মিনার থেকে যিশুর শরীর – জুম্মা থেকে ইস্টার সানডে!
কোথায় নিরাপদে আছে মানুষ?
খুব কষ্ট লাগে, কেন আমরা এভাবে খুনের উৎসবে মেতে উঠি? সারা পৃথিবীতে কেন আজ কট্টরপন্থিদের জয়জয়কার? কেন পৃথিবীতে আজ অস্ত্রের ঝনঝনানি?
জানি না আমরা কবে একটা মানুষের পৃথিবী পাবো – এমন একটা পৃথিবী, যেখানে কাশ্মীর থেকে ফিলিস্তিন, প্যারিস থেকে অরল্যাণ্ডো, ক্রাইষ্টচার্চ থেকে বৈরুত, মুম্বাই থেকে গুজরাট, পেশোয়ার থেকে কাবুল, লণ্ডন থেকে বার্সেলোনা, টুইনটাওয়ার থেকে ইরাক, বেসলান থেকে ইস্তাম্বুল, ঢাকা থেকে কলম্বো যেখানেই যে মারা যাবে শুধু ভাববে, এই পৃথিবীর আরও একজন মানুষ মারা গেল।
এমন মৃত্যু আমরা চাই না — আজকে কলম্বোয় যে লোকগুলো মারা গেলো, তারা তো লাল রক্তেরই মানুষ। কেন আমরা পরষ্পরকে হত্যা করছি? কেন ভাবছি না, এই পৃথিবীর যে প্রান্তেই মরুক না কেন সে তো মানুষই। মানুষ হয়ে এভাবে মানুষ হত্যা করে কী আনন্দটা পাচ্ছি আমরা? এখনো সময় আছে মানবজাতি। চলুন আমরা এক হই। মানবিক হই। মানবজাতিকে বাঁচাই। ভয়াবহ এক ধ্বংসের হাত থেকে রক্ষা করি নিজেদেরকে!! আসুন অন্তত মানুষ হই।
Related Images:
