- যৌতুক নিয়ে বিয়ের হার কমেছে প্রবাসীদের কারণে।
- হাতে হাতে দামী মোবাইল প্রবাসীদের কারণে।
- সাইকেলের বদলে মোটরবাইক, কার টাকায় প্রবাসীদের টাকায়।
- ২২k gold প্রবাসীদের কারণে।
- অরিজিনাল কসমেটিক্স প্রবাসীদের কারণে।
- নিডু দুধ সহ অরিজিনাল খাদ্য সামগ্রী প্রবাসীদের কারণে।
- বছরের পর বছর দামী শাড়ি, গয়না ব্যবহার করছেন প্রবাসীদের কারণে।
- মাসের পর মাস নতুন নতুন টাকার বান্ডিল প্রবাসীদের কারণে।
- গ্রামে যেখানে ৯০% কাঁচা ঘর ছিলো সে জায়গায় এখন ৫০% পাকা ও আধা পাকা ঘর হয়েছে প্রবাসীদের কারণে
- এখন ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়ে প্রবাসীদের কারণে।
- টেলিভিশন, ভিসিআর, ভিসিডি, ডিভিডি প্রবাসীদের কারণে।
- ভাল ব্রান্ডের পোষাক, কসমেটিক, ফারফিউম প্রবাসীদের কারনে।
- মন্ত্রীদের দামি গাড়ি আর পেট্রোলের টাকাও প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকায় চলছে।
বাংলাদেশ সরকারও চলে প্রবাসীদের রক্তঘামে আয় করে পাঠানো বৈদেশিক মুদ্রার সাহায্যে। কিন্তু প্রবাসীরা আজ অবহেলিত – সরকারের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে। একজনের জীবন নষ্ট করে ১০ জনের মুখে হাঁসি আনে এই প্রবাসীরা। আসলে আল্লাহ ছাড়া প্রবাসীদের বুঝার মত কেউ নাই এই নিষ্ঠুর পৃথিবীতে।
Related Images:
